শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, ২ হাজার ৯শ’ শিক্ষার্থীর অংশগ্রহণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
expand
চাঁদপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, ২ হাজার ৯শ’ শিক্ষার্থীর অংশগ্রহণ

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ এর এবারের পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় একযোগে চাঁদপুর শহর, সদর ও হাইমচর উপজেলার সাতটি কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে-চাঁদপুর সদরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, দাসাদী ডি.এস. আই.এস কামিল মাদ্রাসা, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়, মনিহার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, শাহ্তলী কামিল (এম.এ) মাদ্রাসা, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় ও হাইমচর দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ। পরীক্ষার হল পরিদর্শন করেন চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, চাঁদপুর বারের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন শহর শাখার চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের শহর শাখার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনের লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত থাকবে।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন