শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয়তা বাড়াতে মাঠে বিএনপি: নগরকান্দায় কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ঢল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম
expand
জনপ্রিয়তা বাড়াতে মাঠে বিএনপি: নগরকান্দায় কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ঢল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু।

সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি চুন্নু মেম্বার, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন ও বিএনপি নেতা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. শাহজাহান খান, মিজানুর রহমান মুক্ত, সাহেব আলী মেম্বার, কানন, ফয়েজ, এমদাদ মাতুব্বর, হেমায়েত তালুকদার, সেলিম মিয়া, যুবদল নেতা মাহবুব মিয়া, ছাত্রদল নেতা শাওন, বিপ্লব মিয়া, ভাপিন মিয়া ও সাদ্দাম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে জয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পোড়াদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন