শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
expand
টঙ্গীবাড়ীতে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের নির্দেশে কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা গ্রাম থেকে শুরু করে কালিবাড়ি বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন দলের স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন—কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কাজী আব্দুর জব্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হামিদ শেখ, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ শেখ এবং যুবদল নেতা জামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় নেতারা বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।” তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

স্থানীয় বাজার ও গ্রামাঞ্চলে লিফলেট বিতরণের এই কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় বলে জানান অংশগ্রহণকারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন