

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এতে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে শেষ দিকের একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, “বগিটি লাইনচ্যুত হওয়ার পরপরই ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। উদ্ধারকারী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
ঘটনার কারণে জয়দেবপুর এলাকায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে, যা মেরামত শেষে নিয়ন্ত্রণে আসবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য করুন