

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে আবারও সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ সিংগীমারী বিওপির টহল দল।
গত বুধবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উত্তর সিংগীমারী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলা সিংগীমারী বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল আলিম নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ১২টি পোটলায় মোড়ানো অবস্থায় ভারতীয় ফেন্সিডিল ১০০ বোতল এবং এস্কাফ সিরাপ ৫০০ বোতল উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনকল্পে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি আরও কঠোর অবস্থান নেবে।
মন্তব্য করুন