

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বার্তা২৪.কমের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সিফাত রানা। আলোচিত সংবাদ সেকশনে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।
সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাংবাদিকতা করেন। তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে উত্তেজনা চলাকালে কাস্তে হাতে বসে থাকা কৃষক বাবুল হকের ছবি ভাইরাল হওয়ার পর আমি দেশরক্ষায় নিজের দায়িত্ববোধের জন্য প্রশংসা লাভ করি।
ছবি ভাইরাল হওয়ার পর সবার আগে তার পরিচয় নিয়ে বার্তা২৪.কম একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশের স্বার্থে সাহসী ভূমিকার জন্য নেটিজেনদের প্রশংসা কুড়াই। প্রকাশিত সংবাদটি নিয়ে আমি অংশগ্রহণ করি এবং আলোচিত সংবাদ সেকশনে সেরা নির্বাচিত হই।”
গত শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেল-এ এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়। ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমিডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সম্মাননা প্রদান করা হয় তার পেশাদারিত্ব, সততা এবং দেশের উন্নয়নে অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বৃদ্ধি করার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে।
মন্তব্য করুন