শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এবি পার্টির ১০ নেতার এনসিপিতে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার আহ্বায়কসহ ১০ জন নেতা গতকাল (৩০ অক্টোবর) রাত ১১টায় এনসিপিতে যোগদান করেছেন মর্মে জেলা জুড়ে গুঞ্জন উঠেছে।

ওই ১০ নেতার মধ্যে রয়েছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরজামাল, জেলা শাখার সদস্য আইয়ুব আলী, আমিনুল ইসলাম, নুরজামাল, দুলাল সরকার, আলমগীর হোসেন, স্বপন সরকার এবং উপজেলা শাখার সদস্য সাইফুল ইসলাম।

এবি পার্টির ১০ নেতার হঠাৎ এনসিপিতে যোগদানের বিষয়টি গুঞ্জন নাকি সত্যি, এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, গতকাল রাত ১১টায় এবি পার্টির ১০ নেতার মধ্যে ৬ জন দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন।

বাকি ৪ জন আজকের মধ্যে যোগদান করার কথা রয়েছে। তারা সবাই এবি পার্টির জেলা ও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এনসিপির আদর্শ ও সাংগঠনিক কাঠামোর প্রতি আকৃষ্ট হয়ে তারা স্বেচ্ছায় এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান করেছেন।

তিনি আরও জানান, যোগদানকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে নবাগত ৬ সদস্যকেও ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়।

জানতে চাইলে এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সদ্য পদত্যাগকৃত সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বলেন, “আমরা ১০ জন সদস্য এবি পার্টি থেকে পদত্যাগ করে এনসিপির সাংগঠনিক আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় গতকাল ৬ জন এনসিপির জেলা কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ এর হাতে ফুলের তোড়া দিয়ে এবং সাংগঠনিক ফরমফিলাপের মাধ্যমে এনসিপিতে যোগদান করেছি। এই সংগঠন ইতোমধ্যে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”

এব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ জানান, “গতকাল এবি পার্টির বেশকিছু দায়িত্বশীল পদত্যাগ করে এনসিপিতে যোগদান করেছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। চিহ্নিত ফ্যাসিস্ট ছাড়া এনসিপি সবার জন্য উন্মুক্ত। এটি গণমানুষের দল, ছাত্র-জনতার দল। যে কেউ যে কোনো সময় এই দলে সম্পৃক্ত হতে পারে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন