

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ায় প্রাইভেট পড়ার পর বাড়ি ফেরার পথে তিন শিক্ষার্থী ইভটিজিং ও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী-মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন—
মনখালী গ্রামের আবু তাহেরের পুত্র সাইফুল হাসান জিহান (১৬), মনখালী বটতলী গ্রামের মৃত জাফরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান (১৭), ছেপটখালী গ্রামের ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ ইব্রাহিম (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রাইভেট ক্লাস শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন বখাটে তাদের পথে আটকিয়ে অশোভন আচরণ করে। প্রতিবাদ করায় বখাটেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাইফুল হাসান জিহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উখিয়ার ছেপটখালী-মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নুরুল আবছার সিকদার বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে পাঁচজনকে আসামী করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একটি বখাটে চক্র শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, “বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন