শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কুঁড়িতে কুড়িগ্রামের অনুশ্রী এখন সেরা পাঁচে

কুড়িগ্রাম প্রতিনিধি ‎
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

‎বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ কুড়িগ্রামের উলিপুরের মেয়ে অনুশ্রী রায় জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। নজরুলসংগীতের ক-বিভাগে প্রতিযোগিতা করা এই ছোট শিল্পী স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে অনুশ্রী ও তার বাবা-মা ও শিক্ষক। ‎ ‎অনুশ্রী বর্তমানে রংপুর সদর উপজেলার বুড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়, তবে বেড়ে ওঠা ঢাকার স্বামীবাগ আশ্রমের পাশে। স্কুলজীবনের শুরু আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বর্তমানে রংপুরে বসবাস করছে। ‎ ‎ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সংগীতে তার হাতেখড়ি সৃজন সংগীত ভুবন, কক্সবাজারে প্রশিক্ষক ছিলেন প্রিয়া দত্ত। ‎ ‎অনুশ্রী ইতোমধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ তৃতীয় স্থান অর্জন করেছে, যা তার প্রতিভার আরেকটি স্বীকৃতি। ‎ ‎অনুশ্রী জানায়, প্রতিযোগীতার সকল বিচারক তার গান পছন্দ করে এবং তার এগিয়ে যাওয়া দেখে তারাও খুশি। ‎ ‎তার মা মনিকা রায় (মহামতি দেবিদাসী) বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা জানাই তার শিক্ষক প্রিয়া দত্তকে, যিনি অনুশ্রীকে এতদূর পৌঁছাতে পরিশ্রম করেছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।” ‎ ‎প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “আমার শিক্ষার্থীর এই সাফল্যে আমি আনন্দিত। অনুশ্রীর বাবা-মাও তাকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।” ‎ ‎অনুশ্রীর বাবা কমল কান্তি রায় (কৃষ্ণ ভক্ত দাস) বলেন, “আমার মেয়ের গান শুনে আমরা গর্বিত। সে যেন আরও বড় মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার আশির্বাদ চাই।” ‎ ‎আগামীকাল(১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগীতা। এখন পুরো কুড়িগ্রামজুড়েই আলোচনায় ছোট্ট সংগীতশিল্পী অনুশ্রী রায় ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচের এই প্রতিযোগী হয়ে উঠেছে জেলার গর্ব ও অনুপ্রেরণা। ‎ ‎নতুন কুঁড়িতে কুড়িগ্রামের অনুশ্রী এখন সেরা পাঁচে ‎ ‎ ‎বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ কুড়িগ্রামের উলিপুরের মেয়ে অনুশ্রী রায় জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। নজরুলসংগীতের ক-বিভাগে প্রতিযোগিতা করা এই ছোট শিল্পী স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছে অনুশ্রী ও তার বাবা-মা ও শিক্ষক। ‎ ‎অনুশ্রী বর্তমানে রংপুর সদর উপজেলার বুড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার জন্ম উলিপুর উপজেলার হাপারভিটা মণ্ডলের হাট এলাকায়, তবে বেড়ে ওঠা ঢাকার স্বামীবাগ আশ্রমের পাশে। স্কুলজীবনের শুরু আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বর্তমানে রংপুরে বসবাস করছে। ‎ ‎ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ভাগবত পাঠের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সংগীতে তার হাতেখড়ি সৃজন সংগীত ভুবন, কক্সবাজারে প্রশিক্ষক ছিলেন প্রিয়া দত্ত। ‎ ‎অনুশ্রী ইতোমধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ তৃতীয় স্থান অর্জন করেছে, যা তার প্রতিভার আরেকটি স্বীকৃতি। ‎ ‎অনুশ্রী জানায়, প্রতিযোগীতার সকল বিচারক তার গান পছন্দ করে এবং তার এগিয়ে যাওয়া দেখে তারাও খুশি। ‎ ‎তার মা মনিকা রায় (মহামতি দেবিদাসী) বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা জানাই তার শিক্ষক প্রিয়া দত্তকে, যিনি অনুশ্রীকে এতদূর পৌঁছাতে পরিশ্রম করেছেন। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।” ‎ ‎প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, “আমার শিক্ষার্থীর এই সাফল্যে আমি আনন্দিত। অনুশ্রীর বাবা-মাও তাকে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।” ‎ ‎অনুশ্রীর বাবা কমল কান্তি রায় (কৃষ্ণ ভক্ত দাস) বলেন, “আমার মেয়ের গান শুনে আমরা গর্বিত। সে যেন আরও বড় মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার আশির্বাদ চাই।” ‎ ‎আগামীকাল(১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ক বিভাগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগীতা। এখন পুরো কুড়িগ্রামজুড়েই আলোচনায় ছোট্ট সংগীতশিল্পী অনুশ্রী রায় ‘নতুন কুঁড়ি’র সেরা পাঁচের এই প্রতিযোগী হয়ে উঠেছে জেলার গর্ব ও অনুপ্রেরণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন