শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ছাত্রদলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণহাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাতজন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বই, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা রোকন উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, যুবদল নেতা মোজাহের ও সত্তার, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিন, মো. শাহ মাসুম, মো. আরিফ, জুনায়েদ শাকিল, রমজান আলী ও মোঃ হাসানসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন ধারাবাহিক সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন