

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি, তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের মৃত জানে আলমের পুত্র মো. রাশেদুল হক (৩৬), একই গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র মো. হোসেন (২৬) এবং টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আবদুল হাকিমের পুত্র মো. ইউনুস (৩৮)।
শুক্রবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “মাদকবিরোধী অভিযানে টেকনাফে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলের জন্য জেলা পুলিশের অভিযান চলবে।”
মন্তব্য করুন