শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে পুরাতন সাতক্ষীরার হাটখোলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন।

সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মো. ইমরান হোসেন এবং অফিস সম্পাদক উমায়ের আল রাজী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা এবং পৌর ৩নং ওয়ার্ড জামায়াতের আমির মো. ইব্রাহিম খলিল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ, সাবেক শহর শিবির নেতা ইব্রাহিম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগের ‘নৃশংস হত্যাযজ্ঞ’ বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ন্যায়-নীতিনিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে “পল্টন ট্রাজেডি ২০০৬” শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে সেই দিনের মর্মান্তিক ঘটনাবলীর ভিডিওচিত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তুলে ধরা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন