শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা কারাগারে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৭ পিএম
পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা কারাগারে
expand
পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা কারাগারে

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে আবুল কালাম আজাদ (৭৫) নামে এক গণজাগরণ মঞ্চের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। পুলিশের ভাষ্য, ২০১৩ সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ।

পুলিশ সূত্র জানায়, দুপুর দিকে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারা আবুল কালাম আজাদকে গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে।

২০১৮ সালে উপজেলার বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আবু তাহের।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন