

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জ সদরের ২৬টি এলাকায় শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সিগঞ্জ জোনাল ৩৩ কেভি ফিডারের রাইট অব ওয়ে কাজের কারণে এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎবিহীন থাকবেন যেসব এলাকায়: মুক্তারপুর ফেরিঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, বাগবাড়ি, গোসাইবাগ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস, সদর উপজেলা পরিষদ এলাকা, ইদ্রাকপুর, হাটলক্ষ্মীগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া, সুপার মার্কেট, পৌর মার্কেট, মুন্সিগঞ্জ সদর থানা, মালপাড়া, জমিদারপাড়া, মুন্সিগঞ্জ বাজার, কাচারি মার্কেট, মসজিদ মার্কেট, খালইষ্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, পাঁচঘরিয়াকান্দি, মোল্লারচরসহ তৎসংলগ্ন এলাকা।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত সময়ের কাজ সম্পন্ন হলে দুপুর ১২টার পর থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
মন্তব্য করুন