শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে অপহৃত নারী উদ্ধার

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
জামালপুরে অপহৃত নারী উদ্ধার
expand
জামালপুরে অপহৃত নারী উদ্ধার

আজ সকাল ৯ টায় দিকে জামালপুর নয়াপাড়া এলাকা থেকে একটা সাদা হাইস গাড়ি দিয়ে তার মোছা: বন্যা খাতুন(২৬) কে অপহরণ করা হয়।

ভিক টিমের বাবা মোহাম্মদ চান মিয়া। থানায় একটা অপহরণের অভিযোগ করেন অভিযোগ পেয়ে, থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুস সাকিব অভিযোগের ভিত্তিতে জানতে পারে যে, তার মেয়ে মোছাঃ বন্যা খাতুন (২৬) কে মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে গেছে।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই (ওসি) জনাব মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে। এই দলে ছিলেন এসআই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, কনস্টেবল মোঃ কবির হোসেন, ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

পুলিশের অবিচল ও তৎপর তৎপরতায়, অপহরণের মাত্র নয় ঘণ্টার মধ্যে—একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে—মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে অপহৃত নারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

এই সফল অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, "জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব ও তার টিমের দ্রুত অভিযান পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ।"

জেলা পুলিশের এই সফল এবং দ্রুত অ্যাকশন জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে একটি দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে। বর্তমানে এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন