শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় বিলাসবহুল জিপে ৪৬ কেজি গাঁজা,  মাদক কারবারি আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
রায়পুরায় মাদক কারবারি আটক
expand
রায়পুরায় মাদক কারবারি আটক

নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল জিপ গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৮)।

তিনি গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে ৪৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল কালো জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকটে (ঢাকা-সিলেট মহাসড়কে) অবস্থান নেয়।

সন্দেহভাজন একটি কালো জিপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে, গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ির চালক ও মাদক বহনকারী ইবাদুল ইসলামকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নরসিংদী জেলায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন