শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে পাচারের সময় প্রায় ৬ কেজি রুপা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
expand
সীমান্তে পাচারের সময় প্রায় ৬ কেজি রুপা জব্দ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে দর্শনা থানার রুদ্রনগর গ্রামসংলগ্ন মাথাভাঙ্গা নদীর পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ আভিযানিক দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে দর্শনা সীমান্ত দিয়ে রুপা চোরাচালানের চেষ্টা চলছে। এরপর তার নির্দেশে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে রুদ্রনগর এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে বিকেল সাড়ে পাঁচটার দিকে সীমান্তমুখী একটি মোটরসাইকেলে দুজন সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালালে তেলের ট্যাংকের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো রুপার বল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ এক হাজার ৯৬৮ টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় এবং উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বিজিবির হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় দুইজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন