

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের সদ্য প্রয়াত আহবায়ক আহসান উল্লাহ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকেলে মাদারগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান এবং জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার প্রমুখ।
বক্তারা আহসান উল্লাহ বুলবুলের রাজনৈতিক জীবনের সংগ্রাম, নেতৃত্বগুণ ও সংগঠন গঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বুলবুল ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সাহসী নেতা, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ছিলেন।
অনুষ্ঠানে শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন