

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“আমি কন্যা, আমি আগামী, আমি সম্ভাবনা” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ‘রিথিংকিং চাইল্ড ম্যারেজ’ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতি-নীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বার্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী জেলা শহরের একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ-এর উদ্যোগে একশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. সাহিদা আখতার।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওশিন তাবাসসুম।
অনুষ্ঠানে বক্তারা, বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং কমিউনিটির নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন , বেসরকারি সংস্থা, কমিউনিটি ভিক্তিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন