

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। উদ্বোধন করেন রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম. জিলানী।
সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর হক, পৌর বিএনপি নেতা মো. নুরেআলম মুকুল, কর্মীবান্ধব নেতা শফিকুল আলম আলমাস ও আবদুল জাহের মিয়াজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সালসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সৈরাচারীদের প্রতিহিংসার রাজনীতিতে বেগম খালেদা জিয়া তার বসতবাড়ি ও পরিবারসহ সবকিছু হারিয়েও দেশ ছেড়ে যাননি। অথচ বর্তমান সরকার পলায়নের পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের চিন্তা শুরু হলেও তা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ‘পিআর’ পদ্ধতি নামে নির্বাচন বানচালের চক্রান্ত করছে।
তিনি আরও বলেন, যাদের দীর্ঘদিন বিএনপি পাশে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্র এখন প্রকাশিত হচ্ছে। তারা পিআর ছাড়া নির্বাচন করবে না বলেই প্রচারণা চালাচ্ছে। এতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা রাখার শপথ নেন।
মন্তব্য করুন