শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
expand
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, বাদশা তালুকদার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন