শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দবাজার সংলগ্ন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— সানজিদা (৮), পিতা আলাউদ্দিন, মিজি বাড়ি, ফরাজগঞ্জ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এবং সামিরা (৭), পিতা মোসলেউদ্দিন, একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই চাচাতো বোন সানজিদা ও সামিরা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে সানজিদা পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে সামিরাও ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসাথে দুই নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন