শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মানিকগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদিকতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শহরের সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা তুলে ধরেন। এবং ভবিষ্যতে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন