শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে নারী ধর্ষণ ও হত্যার দায়ে চার আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে (২৫) ধর্ষণ ও হত্যার অভিযোগে চার আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

রায় ঘোষণার সময় একজন পলাতক থাকলেও বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭, পলাতক), কামরুল মৃধা (৩৭), আলী বেপারী (৪২) ও বক্কার বেপারী (৬৭)।

এছাড়া মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম ও আবুল কালাম বেপারী নামের আরও দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেদিন গভীর রাতে জাহাঙ্গীর বেপারী তার শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালিকাকে (ভুক্তভোগী) বলে যে তার বোন অসুস্থ, দরজা খুলতে হবে। সরল বিশ্বাসে দরজা খোলার সঙ্গে সঙ্গেই জাহাঙ্গীর ও তার সহযোগীরা মেয়েটিকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে।

পরে তারা ঘটনাটি আড়াল করতে মরদেহ কবর দেয়। তবে ভুক্তভোগীর মায়ের সন্দেহ হলে তিনি আদালতে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেন।

রায়ের প্রতিক্রিয়ায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “সদরপুরে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে আসামিদের আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জেলা প্রশাসন আসামিদের কাছ থেকে অর্থদণ্ড সংগ্রহ করে ভিকটিমের পরিবারকে প্রদান করবে। আদালতের এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন