শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারীর দেহ তল্লাশী, ৪ হাজার পিস ইয়াবা জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

মেজর কাওসার বাঁধন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক নারী মাদক ব্যবসায়ী টাঙ্গাইল সদর এলাকা থেকে সিএনজি যোগে ইয়াবা নিয়ে নাগরপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল রোডের মোহাম্মদপুর পূর্ব পাড়া জামে মসজিদের সামনে তল্লাশি চৌকি বসিয়ে র‌্যাব সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করে।

এ সময় সিগন্যাল দিয়ে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাহাকোদিয়া এলাকার বাসিন্দা মর্জিনা বেগম (৩৮) কে আটক করা হয়। তিনি হাফিজ উদ্দিন দর্জি ওরফে মজিবুর দর্জির মেয়ে।

তল্লাশিতে তার কাছ থেকে ৩৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২০০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন , আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কমান্ডার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন