শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ ৮ জন দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক আয়া ও সাত শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারতলার জানালা দিয়ে একটি কাপড় পড়ে বিদ্যুতের তারে আটকে যায়। তা তুলতে স্টিলের পাইপ ব্যবহার করেন মাদ্রাসার আয়া আলেয়া বেগম (২২)। পাইপটি ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার পাশে থাকা শিক্ষার্থীরাও দগ্ধ হয়।

দগ্ধ শিক্ষার্থীরা হলেন—নুসরাত (১০), সাদিয়া খাতুন (৬), রওজা আক্তার (১২), নুসরাত (১১), জান্নাতুল মাওয়া (৮) ও উম্মে তাইসান (৫)।

তাদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. আব্দুল্লাহ বলেন, “বিদ্যুৎ লাইনের কাছাকাছি কাপড় আটকে ছিল। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিন খান জানান, “দগ্ধ আটজনকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।”

সদর মডেল থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন