শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দেশীয় মাছ সংরক্ষণে পোনা অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সাতক্ষীরা শহরের প্রাণ সায়রের খালে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন খালে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসমন্বয়ক ফরিদউদ্দিন ফরিদ, আমিমুজ্জামান আলিম, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও জিয়াউর ইসলাম জিয়া, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল কুমার সাধু।

দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের আহ্বান জানিয়ে আইনুল ইসলাম নান্টা বলেন, দেশীয় মাছ আমাদের ঐতিহ্য ও জীববৈচিত্র্যের অংশ। জলাশয় দূষণ ও খাল-বিল ভরাটের কারণে এই মাছগুলো বিলুপ্তির পথে। তাই প্রকৃতি রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যুবদলের এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, এটি প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা বহন করে। আমরা চাই সবাই এ প্রচেষ্টার অংশ হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন