শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাসা থেকে পালানোর চেষ্টা সেই খতিবের, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী
expand
খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী আবারও আলোচনায়। এবার তার বাসা থেকে পালানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুফতি মিয়াজী দ্রুতগতিতে বাসা থেকে বের হয়ে দৌড়ে পালাতে চাইছেন। পেছন থেকে একজন ব্যক্তি তাকে অনুসরণ করে ধরে ফেলেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটকে দেন। ফলে তার পালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।

এর আগে তিনি আলোচনায় আসেন ‘অপহরণ নাটক’ ঘটনার পর। পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ার পর মুফতি মিয়াজী স্বীকার করেন, তিনি নিজেই সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সময় মানসিকভাবে অস্বাভাবিক ছিলেন না।

তখন তিনি জানিয়েছিলেন, “আমি হাঁটতে বের হয়েছিলাম। পরে হঠাৎ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ে চলে যাই। পথে একটি শিকল পেয়ে সেটি নিজের পায়ে বেঁধে শুয়ে পড়ি, কিন্তু কেন এমন করেছিলাম— তা বুঝতে পারিনি।”

উল্লেখ্য, ২৩ অক্টোবর সকালে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন