শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা দাবি করে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
expand
চাঁদা দাবি করে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

নড়াইল সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এর পেছনে রয়েছে চাঁদা দাবির জেরে প্রতিশোধমূলক হামলা।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদরের আগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাগ্যক্রমে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুল খন্দকার জানান, ঘটনার দুই দিন আগে তার মুঠোফোনে এক অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ব্যক্তি দু’দফায় ফোনে হুমকি দেন— টাকা না দিলে পরিণতি খারাপ হবে। এ ঘটনায় তিনি ২৮ অক্টোবর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর পরদিন রাতে তার বাড়ির উঠানে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। আসাদুল বলেন, “হঠাৎ প্রচণ্ড শব্দে আমরা সবাই ভয় পেয়ে যাই। পরে দেখি উঠানে ধোঁয়া আর পোড়া গন্ধ।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নড়াইল সদর থানার পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, বিস্ফোরণের স্থানে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মোবাইল নম্বর ট্র্যাক করে চাঁদাদাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন