

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর উত্তরায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। অভিযোগ অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে সিগন্যাল দেওয়ায় তারা পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন— ‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিলাম, এবার আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখব।’
এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে কারাদণ্ড এবং অপরজনকে অর্থদণ্ড প্রদান করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকার সামনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত দুজন হলেন— রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার বাসিন্দা মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, সকালে ট্রাফিক সার্জেন্ট আলী সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। সকাল ৯টার দিকে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের থামানোর নির্দেশ দেন তিনি এবং নিয়ম অনুযায়ী মামলা দাখিল করেন।
তখন চালক সাদিকুর রহমান ও তার সঙ্গী আব্দুর রহিম ক্ষুব্ধ হয়ে সার্জেন্ট আলীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং ভয়াবহ হুমকি দেন। তাদের বক্তব্য ছিল, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিলাম, এখন আবার আপনাদেরও সেইভাবে দেখতে হবে।’
এসি মাহবুবুর রহমান আরও জানান, সার্জেন্ট বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল দল এসে দুই যুবককে আটক করে।
আটকের পর তাদের ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত মোটরসাইকেল চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।
মন্তব্য করুন