শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার কৃতি সন্তান নুরুল আলম ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:১৪ পিএম
নুরুল আলম ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক
expand
নুরুল আলম ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনসিডি) কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উখিয়ার কৃতি সন্তান নুরুল আলম।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নুরুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য এবং নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল আলম উখিয়া উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছোট ভাই।এই পদে নির্বাচিত হওয়ায় নুরুল আলমকে অভিনন্দন জানিয়ে উখিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।

তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকেও তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন