শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জের ৩০ সমবায়ের কোটি টাকার আমানত আত্মসাৎ, কর্মসূচি স্থগিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম
expand
মাদারগঞ্জের ৩০ সমবায়ের কোটি টাকার আমানত আত্মসাৎ, কর্মসূচি স্থগিত

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের আমানত ফেরতের দাবিতে দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে আগামী ৩ নভেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে টাকা উত্তোলন কমিটি।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষতিগ্রস্ত গ্রাহক অংশ নেন। সভাপতিত্ব করেন টাকা উত্তোলন কমিটির আহ্বায়ক শিবলুন বারী রাজু। তিনি বলেন,

দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলো গ্রাহকদের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করে রেখেছে। ৩ নভেম্বরের মধ্যে সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে যাব।”

অংশগ্রহণকারী কয়েকজন গ্রাহক জানান, লাভের আশায় ২৩টি সমবায় সমিতিতে প্রায় ৩৫ হাজার গ্রাহক টাকা জমা করেছিলেন। কিন্তু ২০২২ সালের শেষের দিকে প্রতিষ্ঠানগুলোর মালিকেরা আত্মগোপনে চলে যান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় কয়েক গুণ বেশি মুনাফার লোভ দেখিয়ে তারা জামালপুর অঞ্চল থেকে এক থেকে দেড় হাজার কোটি টাকা পর্যন্ত আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।

স্থানীয়ভাবে জানা যায়, আল আকাবা, শতদল, নবদ্বীপ, স্বদেশ, রূপসী বাংলা, আল আকসা, পরশমনি সহ প্রায় ৩০টি সমবায় সমিতির মালিকরা সম্মিলিতভাবে প্রায় ৩৫ কোটি টাকারও বেশি আমানত আত্মসাৎ করেছেন।

দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা দফায় দফায় আন্দোলন করলেও কোনো ফল পাননি। এতে অনেক আমানতকারী টাকার টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন; কেউ কেউ চিকিৎসা করাতেও পারছেন না।

গ্রাহকদের দাবি তাদের কষ্টার্জিত টাকাগুলো ফেরত পাওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন