শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়া পাচারের সময় নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
expand
মালয়েশিয়া পাচারের সময় নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়—একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র নারী-শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বাহারছড়া আউটপোস্টের একটি দল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সাম্পান নৌকা থেকে ২৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের চেষ্টা চালাচ্ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভিযানের সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ২৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে পাঠানো হবে বলে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন