

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপুর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভূজপুর থানা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা জামায়াতের সহ-সেক্রেটারি আবু তাহের, থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহরম আলী, দাঁতমারা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মাস্টার জসিম উদ্দীন খান ও নারায়ণহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু আজমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল। এ মামলা পুনরায় উজ্জীবিত করতে হবে। তারা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার ৪০ বছর পর শেখ হাসিনা বিচার করতে পারলে ২০ বছর পর পল্টন ট্র্যাজেডির বিচার হবে না কেন?
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন