

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকরা হলেন- কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকার মৃত নওশেদ আলীর ছেলে বাবু (৭০) ও চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার ওমর মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
বুধবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাছপট্টিতে 'মায়ের দোয়া' নামের একটি মাছের আড়তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আড়তের ভেতরে বরফ তৈরির কাজ চলা চলছিল। হঠাৎ বরফ তৈরির মেশিনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শ্রমিক সাদ্দাম হোসেন এবং বাবু গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আরা জুঁই বলেন, 'দুজনই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। বাবুর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যজন সাদ্দাম হোসেনকে ভর্তি রাখা হয়েছে।'
দুর্ঘটনার পর মাছপট্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, বিস্ফোরিত সিলিন্ডারটি পুরনো ও লিকেজ ছিল। ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে মাছের আড়তগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
