শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ১৬ হাজার প্রান্তিক কৃষক পেলেন প্রণোদনার সার বীজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
উল্লাপাড়ায় ১৬ হাজার প্রান্তিক কৃষক পেলেন প্রণোদনার সার বীজ
expand
উল্লাপাড়ায় ১৬ হাজার প্রান্তিক কৃষক পেলেন প্রণোদনার সার বীজ

উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। বুধবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে প্রণোদনার এসব সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ উপজেলা পরিষদ ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এবছর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে চলতি রবি মৌসুমে সরিষা চাষের জন্য প্রতিজন ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬ হাজার ১১০ জন কৃষক প্রণোদনার এই কৃষি সামগ্রী পাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন