

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়েছে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে এসব হেলমেট প্রদান করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সড়ক ও জনপথ সড়ক বিভাগের উদ্যোগে উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন অতিথি হিসেবে উপস্থিতে এই হেলমেট বিতরণ করেন।
এ সময় বি আর টি এর ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও শাহিন হোসেন উপস্থিত ছিলেন।
চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অফিস সম্মুখে এবং ওয়ারলেস এলাকার ফরিদগঞ্জ রায়পুর সড়কের মাথায় কাগজপত্র যাচাই বাছাই করে মোটরসাইকেল চালকদের মাঝে এই হেলমেট বিতরণ করা হয়।
বিতরণকালে প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা জাতীয় নিরাপথ সড়ক দিবস উপলক্ষে চালকদের নিরাপত্তার কথা ভেবে এই হেলমেট গুলি তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি।
এসময় সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক তুলেধরে তিনি বলেন, ট্র্যাফিক আইন না মানা, ওভারটেকিং করা ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সচেতন হতে হবে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।
মন্তব্য করুন