

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শুকুর আলী ওরফে শুকলালকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
তবে একই মামলায় শুকুর আলীর বাবা আসান মল্লিক ও মা সাহেদা খাতুনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুকুর আলী আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর স্কুলপাড়ার বাসিন্দা। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। তাই তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৮ নভেম্বর যৌতুকের দাবিতে এনায়েতপুর গ্রামে স্বামীর বাড়িতে লাইলী সুলতানা কুমকুমকে নির্মমভাবে মারধর করা হয়। পরে তিনি মারা যান। এ ঘটনায় কুমকুমের বাবা সামসুল জোয়ার্দ্দার আলমডাঙ্গা থানায় শুকুর আলীসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ২২ এপ্রিল আলমডাঙ্গা থানার এসআই আনিছুর রহমান শুকুর আলীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অপর দুই আসামির বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, 'আদালত সাক্ষ্য-প্রমাণ ও সবদিক বিবেচনা করে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুকুর আলীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।'
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
