শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে প্রান্তিক চাষিদের মাঝে সরকারি বীজ ও সার বিতরণ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পিএম
শিবচরে প্রান্তিক চাষিদের মাঝে সরকারি বীজ ও সার বিতরণ 
expand
শিবচরে প্রান্তিক চাষিদের মাঝে সরকারি বীজ ও সার বিতরণ 

কৃষি নির্ভর বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল শিবচর উপজেলায় কৃষকদের মুখে হাসি ফুটছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩৭৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম ইবনে মিজান

উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরিন আক্তার রিনা সহ প্রান্তিক কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষা বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এর লক্ষ্য হলো আগামী মৌসুমে আবাদি জমি বৃদ্ধি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা।

একজন উপকারভোগী কৃষক আবদুল কুদ্দুছ মাদবর বলেন, “বীজ ও সার সময়মতো পাওয়ায় এবার জমি চাষে কোনো সমস্যা হবে না। এবার আশা করছি ভালো ফলন পাব।”

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “সরকারের কৃষি বান্ধব নীতির কারণে আমরা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে কাজ করছি। "

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন , "কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কৃষি খাতকে এগিয়ে নিতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আর কৃষকদের এই সহযোগিতা তাৎক্ষণিক নয়,বরং দীর্ঘ মেয়াদী।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন