

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. জাফর আহম্মেদ তুহিন (৩৮) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের পুরান বাড়ির পশ্চিম পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়।
রায়পুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় তুহিনের দেহ তল্লাশি করে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী—মাইকেল ও মিরাজ—অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, পুলিশের দায়িত্বপালনে বাধা দেওয়ায় তার ও তার মা’র বিরুদ্ধে আরও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। সে কেরোয়া ইউনিয়নের কুখ্যাত মাদক চক্রের অন্যতম সক্রিয় সদস্য। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃত তুহিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন