শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের নোয়াপাড়া চা বাগানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
expand
হবিগঞ্জের নোয়াপাড়া চা বাগানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রায় দুই বছর ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চা কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় চা পাতা শুকানো সম্ভব হচ্ছে না।

ফলে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে বাগান কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে প্রায় দুই হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে।

শ্রমিকরা জানান, আমরা নিম্ন আয়ের মানুষ। বাগানে কাজ করেই পরিবারের ভরণ-পোষণ করি। দুই বছর ধরে গ্যাস সংযোগ বন্ধ থাকায় আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

এখন বকেয়া বিল পরিশোধ করা হলেও সংযোগ দেওয়া হয়নি। সংযোগ না পেলে আমরা বাধ্য হয়ে আন্দোলনে নামব।

তারা আরও বলেন, গ্যাস না থাকায় একটি শিল্প ধ্বংসের পথে। যদি বাগান স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তাহলে প্রায় দুই হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মারাত্মক বিপদের মুখে পড়বে।

নোয়াপাড়া চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কমেট নায়েক বলেন, “গ্যাস সংযোগ দ্রুত পুনঃস্থাপন না হলে শ্রমিকরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। শ্রমিকরা শুধু তাদের জীবিকা নয়, বাগানের স্বাভাবিক উৎপাদনও বজায় রাখতে চান।

ইউনিয়নের সেক্রেটারি মনি বাউড়ি বলেন, গ্যাস সংযোগ না থাকায় শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, পুরো বাগানের উৎপাদন বন্ধ হয়ে আছে। দীর্ঘ সময়ের এই অচলাবস্থা চা শিল্প ও স্থানীয় অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন