শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম
কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. লুৎফর রহমান
expand
কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. লুৎফর রহমান

ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলার আসামী কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. লুৎফর রহমানের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর দাবি তার ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা প্রাচীর করতে গেলে রাজমিস্ত্রি ও তার সহযোগীদের মারধর করেন ওই চেয়ারম্যানের ছেলে সহ কিছু দুর্বৃত্ত। তবে অভিযোগ অস্বীকার করছেন লুৎফর রহমান।

এঘটনায় ৪ জনকে আসামী করে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ফরহাদ হোসেন রিমন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল মৌজাস্থিত জে. এল নং- আর, এস- ২৮৬, আর. এস খতিয়ান নং-১৫৯৯ ও ১১৮৬, আর, এস দাগ নং- ১০০১ ও ১০০২ সংবলিত সর্বমোট ৩১ শতাংশ জমি ফরহাদ হোসেন গংরা বায়না সূত্রে মালিক হয়। ফরহাদ হোসেন বাবুল মিয়ার নিকট হতে এ জমি ক্রয় করেন।

কিন্তু আওয়ামী লীগের সাবেক এই চেয়ারম্যান ওই জমি বিভিন্ন সময় দখলের উদ্দেশ্যে রিমন, নাজমুল, জুলহাস ও বাবুল মিয়াকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেয়। এলাকাবাসী ও থানায় একাধিকবার বসা হলেও কারোও কোন কথা মানেননি ওই ইউপি চেয়ারম্যান।

গত ২৫ অক্টোবর ওই জায়গায় কাজ করতে গেলে চেয়ারম্যান এর ছেলে, মমিন ও রিপন ও একই এলাকার জসিমসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন দা, লাঠিসোটা, লোহার রড, এসএস পাইপ ইত্যাদি অস্ত্রশস্ত্রে এসে জমিতে কর্মরত রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করে দিয়ে মারধর করে।

স্থানীয়রা জানায়, লুৎফর চেয়ারম্যান এলাকায় ভূমিদস্যু ও মাটিখেকো হিসেবে পরিচিত। তার ইটভাটার ব্যবসায় মাটির জোগান দিতে বহু মানুষের জমি নষ্ট করেছেন। এছাড়া তার ইটভাটার অনুমোদন নেই বলেও জানা যায়।

লুৎফর চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাদ হত্যাসহ একাধিক মামলার আসামী। ইতিপূর্বে এলাকায় এক যুবকের জমি তার কাছে বিক্রি না করায় যুবকের বুকে পারা দিয়ে দাড়িয়ে থেকে নির্যাতনের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। প্রশাসনের একাধিক সুত্র জানিয়েছেন তিনি বিভিন্ন মামলায় জামিনে থাকলেও তাকে নজড়দারিতে রাখার নির্দেশনা রয়েছে।

এব্যাপারে ভুক্তভোগী ফরহাদ হোসেন রিমন জানান, আমি কাগজপত্র দেখে বাবুল মিয়ার কাছ হতে জমিটি কিনেছি। কিন্তু প্রভাবশালী ওই চেয়ারম্যান কোনমতেই আমাকে কাজ করতে দিচ্ছে না। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

বাবুল মিয়া জানান, ওই চেয়ারম্যান আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জোর করে আমার জমির মাটি কেটে নিছিলো। এখন আমার জমি আমি তার কাছে বিক্রি না করলেও সে অল্প দামের প্রস্তাবে জোর করে আমার জমি নিতে চায়। আমি তার কাছে বিক্রি করতে সম্মত হয়নি বলেই সে রিমনকে ও আমাকে হেনস্থা করছে।

কুল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, আমি বাবুলের কাছ থেকে ৯ লাখ টাকা দিয়ে জমি কিনা নিছি। তবে কেনা সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি ওই চেয়ারম্যান।

এবিষয়ে ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় দুই পক্ষ এসেছিলো। তারা দুই পক্ষ মিলে বিষয়টা মীমাংসা করবে জানিয়ে চলে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন