

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দারিদ্র্য, মায়ের অসুস্থতা আর অদম্য ইচ্ছাশক্তির মাঝেও উচ্চশিক্ষার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সাতক্ষীরার মেধাবী ছাত্রী রত্না খাতুন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থাভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছিল।
এনপিবি নিউজে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর মানবিক উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা শাহিন ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সকালেই সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে গিয়ে রত্নাকে নিজ উদ্যোগে ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি করিয়ে দেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।
রত্নার পাশে এই মানবিক মুহূর্তে উপস্থিত ছিলেন দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা সোহান, সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থী মিম সুলতানা প্রমুখ।
রত্না বলেন, আমি ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে পারছিলাম না ভর্তি হতে। আজ ভর্তি হতে পেরে অনেক খুশি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
ছাত্রদল নেতা শাহিন ইসলাম বলেন, এমন মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদেরও উচিত এই ধরনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
এর আগে এনপিবি নিউজে ‘অসহায় রত্না বহুকষ্টে পাড়ি দিলেন এইচএসসি, অর্থাভাবে স্নাতকে ভর্তি অনিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সংবাদটি শাহিন ইসলামের নজরে এলে তিনি রত্নার শিক্ষাজীবনের দায়িত্ব নেন।
রত্নার মা রহিমা বেগম কুষ্ঠরোগে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়েও তিনি হাঁস-মুরগি পালন করে কোনোমতে সংসার চালান। স্বামী বহু আগেই পরিবার ছেড়ে গেছেন। মানবিক সহায়তা না পেলে রত্নার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হতো।
মন্তব্য করুন