

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, দেশের মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তাই নারী ভোটারদের কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি সতর্ক করে বলেন, যদি কেউ নারী ভোটারদের ভুল তথ্য দেয় বা প্রভাবিত করার চেষ্টা করে, তবে রাজনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বিএনপি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সমাবেশটি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
নূরুল ইসলাম নয়ন আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি, জনগণ তাদের চিনে ফেলেছে।
বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ছিল এবং থাকবে। বিএনপির ইতিহাসে কিছু গোপন রাখার কোনো নজির নেই।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখছে। তাই সবাইকে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে হবে এবং জনগণের কাছে বিএনপির অবস্থান ও বার্তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালি করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
