

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত হত্যাযজ্ঞের প্রতিবাদ ও শহীদদের স্মরণে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা বদরুদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা।
এছাড়া বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, সদর উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর আমির এহসানুল হক রুবেল, সহকারী সেক্রেটারি জেনারেল এস. এম. আবুল বাশার, এবং পৌর নায়েবে আমির অধ্যাপক বেলাল হোসেন।
ইসলামী সংগীত পরিবেশন করেন অম্বিকাপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকুত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার নায়েবে আমির ফরিদুল হুদা।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে ৫৪ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হন। কিন্তু দীর্ঘ ১৭ বছরেও সেই হত্যাযজ্ঞের বিচার হয়নি।”
তারা আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা গত ১৭ বছর ধরে একদলীয় শাসন কায়েম করে দেশকে জিম্মি করে রেখেছিলেন এবং বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। ২০২৪ সালের ৫ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশত্যাগে বাধ্য হলেও, তার অনুসারীরা এখনো দেশে থেকে ষড়যন্ত্রে লিপ্ত।”
বক্তারা শেখ হাসিনাকে আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান। সমাবেশের শেষে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার শতাধিক জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন