শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মার চরে জমি দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম
পদ্মার চরে জমি দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩
expand
পদ্মার চরে জমি দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

কুষ্টিয়ার দৌলতপুর-রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার মধ্যবর্তী পদ্মাচরে গোলাগুলির ঘটনায় লিটন নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

নিহত লিটন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা নতুন হাট এলাকার জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল দৌলতপুর-রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুরের পদ্মাচরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলি সংঘর্ষ হয়। এ ঘটনায় গতকাল দুইজন গুলিবৃদ্ধ হয়ে মারা যান।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে পদ্মা নদীতে আরেক জনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মুতদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এনপিবি নিউজকে জানান, সকালের দিকে নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে তারা কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।

উল্লেখ্য, গতকাল সোমবার (২৭ অক্টোবর) কুষ্টিয়ার দৌলতপুর-রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার মধ্যবর্তী পদ্মাচরে জমির দখল নিয়ে কাঁকন বাহিনী ও মণ্ডল বাহিনীর মধ্যে বিরোধ গোলাগুলি হয়। এই ঘটনায় আমান ও নাজমুল নামে দুইজন নিহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন