শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর এনামুল হক মামুনের মুন্সীগঞ্জে ৩ ক্লাব পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর এনামুল হক মামুনের মুন্সীগঞ্জে ৩ ক্লাব পরিদর্শন
expand
এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর এনামুল হক মামুনের মুন্সীগঞ্জে ৩ ক্লাব পরিদর্শন

এপেক্স বাংলাদেশের জেলা ১-এর গভর্নর এপেক্সিয়ান এনামুল হক মামুন মঙ্গলবার (২৮ অক্টোবর) মুন্সীগঞ্জে এপেক্স ক্লাবের তিনটি ইউনিট পরিদর্শন করেছেন। দুপুরে শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে তিন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান মো. সাইফুর রহমান। এছাড়া মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম, বিক্রমপুর এপেক্স ক্লাবের সভাপতি এস. এম. মাসুদ রানা, শ্রীনগর এপেক্স ক্লাবের সভাপতি আতিকুর রহমান নান্নু এবং তিন ক্লাবের সদস্যবৃন্দ অংশ নেন।

সভায় জেলা গভর্নর এনামুল হক মামুন বলেন, এপেক্স একটি সেবামূলক পরিবার, যার মাধ্যমে সমাজের উন্নয়ন, মানবিকতা ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় ক্লাবগুলোর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠন শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষে জেলা গভর্নর তিন ক্লাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন