

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জেলা শহরের ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলকে লাইসেন্স না থাকা, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, নিয়মিত গ্রাহকদের যাতায়াতের তালিকা সংরক্ষণ না করা এবং নতুন গ্রাহকদের নাম ও ঠিকানা রেজিস্টার খাতায় না তোলা সহ বিভিন্ন অনিয়ম চলছিল ওই আবাসিক হোটেলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশালিন তুরাগের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান ম্যাজিস্ট্রেট। পরে লাইসেন্সবিহীনভাবে হোটেল পরিচালনা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে হোটেল ও রেস্তোরা আইনে হোটেলটি সিলগালা ও ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশালিন তুরাগ বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে এই হোটেলের বিরুদ্ধে অভিযোগ ছিল। তাই আজ আমরা অভিযান পরিচালনা করি এবং অনিয়ম ও অব্যবস্থাপনার সরাসরি প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী হোটেলটি সিলগালা ও জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলের মালিক রাকিব হাসান বলেন, লাইসেন্সের জন্য আমি আবেদন করেছিলাম, কিন্তু এখনো পাইনি। তাই লাইসেন্সবিহীনভাবেই হোটেল পরিচালনা করছিলাম। আর গ্রাহকদের যাতায়াতের তথ্য সংরক্ষণের দায়িত্ব ছিল ম্যানেজারের, কিন্তু তিনি কাজে অবহেলা করেছেন।
মন্তব্য করুন