

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে বড় ভাইয়ের পরকীয়ার সন্দেহে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে, সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একাব্বর মিয়া (৩০), ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর ঘাতক ছোটভাই ফারুক মিয়া তৃতীয় স্ত্রীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত একাব্বরের সাথে ফারুক মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগের সন্দেহে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব হয়। এক পযার্য়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরে ধারালো রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
পরকীয়ার বিষয়ে অভিযুক্ত ফারুকের স্ত্রী অস্বীকার করে বলেন, আমার সাথে কোন সম্পর্ক নেই। বরং ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্নস্থানে গভীর ক্ষত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান বলে শুনেছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন