শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া সীমান্তে ৬ মাসে ৪০ কোটি টাকার বেশি মাদকদ্রব্য জব্দ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম
উখিয়া সীমান্তে ৬ মাসে ৪০ কোটি টাকার বেশি মাদকদ্রব্য জব্দ
expand
উখিয়া সীমান্তে ৬ মাসে ৪০ কোটি টাকার বেশি মাদকদ্রব্য জব্দ

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল কবরস্থান সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মাদকের মূল্য ১২ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহ বিল কবরস্থান সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।তিনি বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, গত ৬ মাসে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রায় ৪০ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।

এছাড়াও ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকার বিভিন্ন চোরাচালানী পণ্য— যেমন অন্তর্মুখী/বহির্মুখী সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদ পণ্যসহ— সর্বমোট ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মালামাল জব্দ করেছে।

অভিযানে ৯৫ জন আসামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ করছে বিজিবি।

স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন, অবৈধ সীমান্ত পারাপার ও মাইন বিস্ফোরণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী বিতরণ, বৌদ্ধ বিহারে অনুদান প্রদান এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে ৩৪ বিজিবি।এছাড়াও সীমান্তে মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন